পৃষ্ঠাসমূহ

Sunday, June 5, 2011

ফ্রী ওয়েব হোস্টিং এর পাশাপাশি আয়ের ব্যবস্থা !!!!

ফ্রী ওয়েব হোস্টিং এর পাশাপাশি আয়ের ব্যবস্থা !!!!

dfff ফ্রী ওয়েব হোস্টিং এর পাশাপাশি আয়ের ব্যবস্থা !!!! | Techtunesএটি আমার প্রথম টিউন। আজ আমি আপনাদেরকে একটি ওয়েব হোস্টিং সাইটের কথা বলব, যার মাধ্যমে আপনারা ফ্রী ওয়েব হোস্টিং এর পাশাপাশি রেফারেল করে আয় করতে পারবেন। সাইটটি হল www.000webhost.com/। সাইটটিতে আপনার রেফারেলে ভিজিট করে কেউ সাইনআপ করলে, প্রতি সাইনআপে আপনি পাবেন ৫$। সাইটটির পেমেন্ট মেথড হলো পেপল এবং সর্বনিম্ন পেমেন্ট হল ১০০$। এতে সাইনআপ করতে আপনার লাগবে নিজস্ব ডোমেইন অথবা herobo.com থেকে সাবডোমেইন।

সাইটটিতে সাইনআপ করতে প্রথমে এখানে ক্লিক করুন। এটি আপনাকে 000webhost এর মুল পাতায় নিয়ে যাবে। পেইজ এর ডান পাশে মাঝামাঝিতে আপনি sign up বাটন দেখতে পাবেন। এ বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজ এ আপনার ওয়েবসাইটের ডোমেইন বা সাবডোমেইন এবং পারসোনাল ইনফর্মেশন চাইবে। ইনফর্মেশন প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার ফ্রী হোস্টিং এর একাউন্টটি তৈরি হয়েছে।

এখন সাইটটি থেকে আয় করার জন্য ডান পাশের মাঝামাঝিতে earn money বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজ এ আপনার ইনফর্মেশন প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার এফিলিয়েট একাউন্টটি তৈরি হয়ে গেছে।

পরবর্তী পেইজ এর হেইডার এ আপনার রেফারেল কোডটি দেওয়া আছে। এখন এটি আপনার সাইটে বসিয়ে দিন বা আপনার বন্ধুদের সরাসরি আমন্ত্রন জানান আপনার রেফারেল কোডের মাধ্যমে এ সাইটে ফ্রী হোস্টিংয়ের একাউন্ট খোলার জন্য।

000webhost1 ফ্রী ওয়েব হোস্টিং এর পাশাপাশি আয়ের ব্যবস্থা !!!! | Techtunes

জরুরিঃ

১. আপনার রেফারেলের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে আগে হোস্টিংয়ের জন্য sign up করতে হবে।

২. আপনার বন্ধুদের বলুন প্রথমে হোস্টিংয়ের জন্য sign up করতে নতুবা আপনি টাকা পাবেন না।

৩. সবচেয়ে জরুরি বিষয় হল আপনার ওয়েবসাইটটি যেন অবশ্যই নিজস্ব ডোমেইন বা herobo.com

এর সাবডোমেইন হয়।

সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment