পৃষ্ঠাসমূহ

Pay Per click

 

হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে

সালাম ও শুভেচ্ছা
আজ আমি যে বিষ্ য় তা নিয়ে কথা বলব তা আমার টিউন এর শিরনাম দেখেই বুজতে পারছেন আশা করি ।হা আপনারা যারা ওয়ার্ড প্রেসস দিয়ে সাইট বানিয়েছেন তাদের সাইট আরও সুরক্ষিত করার জন্য আজ আমরা একটি প্লাগিন এর ব্যাার দেখব।প্লাগিন টি এর নাম হল Login LockDown ।কোন হ্যাকার যদি আপনার wp-admin গিয়ে একাধিক বার যদি sql injunction করার চেষ্টা করে তাহলে সে ৩ বার চেষ্টা করার পর তার আইপি অতোমেটিক ব্লক হয়ে যাবে।
এটি মুলত যা করে থাকে
*ইউজার দের আই পি মানে জারা আপনার সাইট এ লগিন করবে তাদের আই পি লিস্ট সংরক্ষন করে
*একই সময় একই আই পি থেকে একাধিকবার ভুল ইউজার আইডি ও পাসও য়াড ব্যবহার করলে তা ধরে ফেলবে
* একই সময় একই আই পি থেকে একাধিকবার ভুল ইউজার আইডি ও পাসও য়াড ব্যবহার করলে সেই ইউজার এর আইপি রেঞ্জ ব্ললক করে ফেলবে
* আপনি ইচ্ছা মত আইপি ব্ললক এর সময় নিরধারন করে দিতে পারবেন।
ডাউন লোড করুন এই লিঙ্ক থেকে
প্লুগিন টি ডাউন লোড করে সঠিক নিয়মে আপ্নার সাইট এ আপলোড একটিভ করুন
Capture1 হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে | Techtunes
প্লাগিন একটিভ হলে সেটিং অপশন থেকে Login LockDown সিলেক্ট করুন তাহলে উপ রের মত এক টা পেইজ আসবে।এবার আপনার ইচ্ছা মত সব কিছু ঠিক করে updare setting এ কিলিক করুন।
এর পর আপনার wp-admin পেইজ এ গেলে দেখবেন লগিন ঘরের নিচে Login LockDown কথাটি দেখাচ্ছে
Capture2 হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে | Techtunes
আসা করি আপনারা সবাই বুজতে পেরেছেন কন সমসসা হবার কথা না। আর কোন সমসসা হলে তো আমি আছি।

সাথে এক্কেবারে ১০০ % ফ্রী তে নিন

২৬ মেগাবাইট এর ডাটা রিকভারি সফট ওয়ার

Recover My Files 4.6.6 Build 830

getdata recover my files professional v 5753 1 হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে | Techtunes
স ফট ওয়ার টি সম্পরকে জানতে এই লিঙক এ যেতে পারেন ।
=================================================================================
অনেক দিন থেকে শবার মোবাইল এ একটি গান শুন্ তে পাচ্ছিলাম আরে গান টা হল(মেদের উদ্দেশে)
"চলে গেছো তাতে কি নতুন এক টা পেয়েছি তোমার চেয়ে বেশি সুন্দরী"
আর আজ শুন লাম (মেয়েদের উত্তর)
"চলে গেছি তাতে কি জিবনে ভাল বেসেছি কবে ছিলাম রিদয়ের আয়নায় "
আসা করি গান টা সবাই খুব ইনযয় করবেন
গান টা ডাউনলোড
করুন এই
লিঙক এ
=================================================================================
সবাই ভাল থাকবেন ।কথা হবে আগামী কোন নতুন টিউন এ
ততক্ষন পর্যন্ত খোদাহাফেজ
আমি কিছুতেই বুজতে পারছিনা যে কেন  এডমিন এই টিউন টি বার বার ডিলিট করে দিচ্ছে।
মেহেদী হাসান(এ্যডমিন) ভাই একটু বলবেন কি কেন আপনি বার বার এমন করছেন
এই বার দিয়ে এই টিউন ৩ বার প্রকাশ করা হল

গুগলি এডসেন্স এর বিকল্প পার্ট-১।

আমরা সবাই  গুগলি এডসেন্স নিয়ে এতটাই চিন্তিত হয়ে পরেছি যে, কোন কারন বসত গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে এমন অবস্থা মনে হয় যেন আকাশ মাথায় ভেঙ্গে পড়েছে। অবশ্য এটাই স্বাভাবিক কারন ক্যাশ ডলার ইনকাম বন্ধ!!! সাধারনতঃ গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে দ্বিতীয়বার সচল হয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। তাই গুগলি এডসেন্স এর বিকল্প হিসাবে খুব সুনামের সহিত অনেক গুলো প্রতিষ্টান কাজ করছে তার মধ্য খেকে যে গুলো সুনামের সহিত পাবলিশার এর টাকা পে করছে এবং ভালো সুবিধা দিচ্ছে তাদের পর্যায়ক্রমে বর্ননা দিব যা সবার উপকারে আসতে পারে।এখানে উল্লেখযোগ্য গুগলি এডসেন্স এর ১৮৪টি বিকল্প (একাংশ) :

AdBrite

Clicksor

Bidvertiser

Chitika

AdToll

Exit Junction

Yahoo Publisher Network

Target Point

Fast click

ClickThruTraffic

Absolute Agency

AcceleratorMedia

ad pepper media

adagency1 *


Adconian

AdDynamix

ADEngage

Adgenta QAds

adgridwork

Adicate

Adify

AdJungle

Adknowledge *

AdlandPro

Adlink Media

AdMentum

AdMob

AdOrigin

Adperk

Ads-Click

ADSDAQ Ad Exchange

adsmarket

AdSmart

adtechnica

Adtegrity.com


Advertising.com

Advertlets

AdVolcano *

AffiliateFuel

AffiliateFuture *

Agendize

AmaSensAds

Amazon

Ampira Media

Anastasia International

Auction Ads *

AVN Ads *

Axill

AzoogleAds

Bannerconnect

BannerSpace

BardzoMedia

BClick


Bla.st

Black Label Ads *

BlinkAccess

BlogAds

BlogKits

BlueFN *

BlueLithium

BurstMedia *

BusinessLinked

buyat

Casale Media

CBprosense


Claxon *

Click2Sell

ClickBank

Clickbooth

Clickhype

YesAdvertising

clickXchange

clixGalore

CNet Shopper

Commission Junction

Commission Monster

Copernic Media

CoverClicks *

CPX Interactive

CrispAds *

CyberBounty

DarkBlue

Dragon Media Online

easyAd













































































































১) AdBrite:  AdBrite অল্প সময়ের মধ্য advertizersএর জন্য adwords একমাত্র প্রধান বিকল্প। AdBrite বর্তমানে গুগলের adsense এর সর্বোত্তম বিকল্প।  তাদের payouts ও খুব আকর্ষণীয় । তারা Adsenseএর চেয়ে শর্তাবলী এবং অবস্থা আরও বেশি relax করেছে  এবং আরও অধিক  বেশি ব্লগাররা সহ ক্ষুদ্রতর প্রকাশকদের সাদরে গ্রহণ করছে।
আভ্যন্তরীন প্রক্রিয়া: যদি আপনি আপনার নিজের ad হার নিযুক্ত করতে একটি প্রকাশক(পাবলিশার) AdBritere হন, এবং অনুমোদন করুন অথবা প্রতি ad বাতিল করুন তাহলে আপনার স্থানের জন্য  ad ক্রয় করে অথবা AdBrite স্বয়ংক্রিয় ad  সর্বদা গ্রহণ করেছে। AdBrite এর marketplaceএর মধ্য দিয়ে sell করে এবং আপনার পরিদর্শকে ads তাৎক্ষনিকভাবে বিক্রি করে আপনাকে এখানে সক্রিয় করে সংযোগ করে এবং বিক্রয় দল গঠন করে দেয়।এড রাজস্ব আপনার পছন্দানুযায়ী ৭৫/২৫ typically বিভক্ত করে। এইচটিএমএলের একটি ক্ষুদ্র snippetএর মধ্য দিয়ে আপনার স্থানে রেখে, তারা বিক্রয় serving, scheduling, billing, গ্রাহক পরিচালনা করে। AdBrite এর বিক্রয়ের অর্ধেকের সম্বন্ধে marketplace থেকে তৈরি করা হয় এবং বিক্রয় দল গঠন করে, অন্যান্য অর্ধেকার সময় আপনার ওয়েবসাইটে ব্যবহারকারী আপনার Ad এখানে থেকে তৈরি করা হচ্ছে এবং ক্লিক করা হচ্ছে।একজন advertiser হিসেবে আপনার নিজের ad হার নিযুক্ত করতে AdBrite ব্যবহার করতে পারেন এবং একটি একক সংগঠিত প্রচারকার্য ক্রয় করার সঙ্গে ৮০, ০০০ স্থান বা আরও বেশি  পরিদর্শকের ওপর তাৎক্ষনিকভাবে পৌঁছায়।
AdBrite এর সময় ঐতিহ্যবাহী ad নেটওয়ার্ক যেমন গুগল AdSenseএর চেয়ে আরও বেশি রাজস্ব এবং ভাল adsএর সঙ্গে প্রকাশক জোগান দিতে পারে, তারা আপনার অতিথি/পরিদর্শকে ads সরাসরিভাবে বিক্রি করার মধ্যে অতিরিক্ত ad রাজস্ব তৈরি করতে আপনার জন্য একটি রাস্তা  করে দেয়। Ad Brite আপনাকে আপনার নিজের ন্যুনতম bid মূল্য ও দেওয়ায় নির্বাচন করে এবং একটি বিকল্প ad সার্ভিস দেয়।
যদি আপনি বন্ধ AdBrite run-of-network ads বদৌলেতে আপনার ওয়েবসাইট অপশনে AdBrite ব্যবহার করেন  এবং AdBrite ads কেবল প্রদর্শন করবে যে আপনার স্থানে competitors ads প্রতিরোধ করতে আপনার এড অনুমোদন করা হচ্ছে দেখা হচ্ছে। যদি আপনার কোনও ads চলন্ত নেই, তবু আপনার Ad অথবা আপনার বিকল্প ad সরবরাহকারী এখানে প্রদর্শন করবেন।
AdBrite  Blogs and Bloggers এর সাইট সাদরে গ্রহণ করছে ।
আমার অভিজ্ঞতা  বলতে পারি  আপনি AdBriteএর সঙ্গে signup করুন এবং seeing প্রাসঙ্গিক ads প্রদর্শন করতে আপনার ওয়েবসাইটে তাদের কোড রাখুন এবং যথাযথ ভাবে আয় করুন।
AdBrite এখানে সাইনআপ করুন এড পাবলিশার এর জন্য।
উপরোক্ত গুগলি এডসেন্স এর বিকল্প প্রতিষ্টান গুলোর একাংশ দেয়া হয়েছে বাকী অংশ এক এক করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ধারাবাহিক বর্ননা অব্যাহত থাকবে। চলবে..............................

 

 

গুগল এডসেন্স এর বিকল্প পর্ব-২(দুই)

গুগল AdSense এর বিকল্পের তালিকাটি নিম্নে দেখুন। আমি এই তালিকাটি করেছি PPC, CPm এবং CPA ad রাজস্ব প্রোগ্রাম ভিত্তি করে । সুতরাং আপনি adsense এর বিকল্প হিসেবে কোন একটি আপনার পছন্দানুযায়ী ব্যবহার করে দেখতে পারেন । আশা করি ভালো ফল পাবেন। ইতিপূর্বে গুগল এডসেন্স এর বিকল্প পার্ট-১ এ AdBrite সম্বন্ধে আলোচনা করেছিলাম, প্রয়োজনে এই লিংকটি দেখতে পারেন: http://techtunes.com.bd/internet/tune-id/18175/

নিম্নে উল্লেখযোগ্য গুগলি এডসেন্স এর ১৮৪টি বিকল্প (দ্বিতীয়াংশ):


eBay AdContext

eClickZ

Enhance Interactive

Enikos

eType Europe

eType USA

exoClick

ExpoActive

Fair Ads Network

Federated Media

FindItQuick

FineClicks

FluxAds

Gokita

Gorilla Nation

Her Agency

HispanoClick

Hyperbidder

IncentaClick*

IndustryBrains

InterClick

Integri

Interevco

JoeTec

Komli

Kanoodle

Kontera

Kowabunga!

LinkBliss

LinkLike

LinkShareAds *

LinkWorth

MaxBounty

MetaReward

Microsoft adCenter

Mirago *

MIVA *

MochiAds

Money4Banners

MoreNiche

MVAV Media

NeverblueAds

Nixxie *

Nuffnang

OneMonkey

Opt-Media

Oridian *

Oxado *

PayDotCom

PayPerPost

PayPopUp

PerformancingAds

Pheedo

Phorm

PointRoll

PopUpTraffic

Premium Network

PrimaryAds

ProfitCenter

Project Wonderful

PubMatic

Pulse 360

Quigo AdSonar

QuinStreet

Real Media *

RealCast Media

RealTechNetwork

Revenue Science

Revenue.net

RevenuePILOT *

ReviewMe

RevoClix

Right Media Exchange

Robert Sherman Company

ROI Rocket

Rydium *

ScribeFire

Searchfeed

Shareasale

Shopping.com

SpeedyAds

Sponsored Reviews

Strategic Affiliates

Targetpoint *

Text Link Ads

Textads Dot Biz

TextWise

Clicksor:  Clicksor current leaders of the small publisher Adsense competition। তারা payouts এর বাজার নেতৃত্বদান করছে ৮৫% এবং বিকল্প মূল্য প্রতি ক্লিক bid এর দাম যথেষ্ট ভালো, যাতে আপনি ভালোই আয়  করতে পারে।

আভ্যন্তরীন প্রক্রিয়া:Clicksor clickable লেখার একটি নির্বাচন সহজভাবে নিম্নরেখাঙ্কনার মধ্যে দিয়ে আরও বেশি আয়ের  প্রস্তাব দেয় ,webmasters (inline লেখা লিঙ্ক) অথবা প্রদর্শনরত প্রাসঙ্গিক ads  (ব্যানারের বিভিন্ন মাপ) এর সুবিধা দেয়।

  • প্রথমেই একটি গুরুত্বপূর্ন তথ্য দিয়ে রাখি, সতর্কবাণী:একটি ওয়েব সাইটে একই পেইজে

  • Clicksor এবং গুগল / অন্যান্য এর এড কোড ব্যবহার করা যাবে না।

  • তবে ভিন্ন ভিন্ন পেইজে ব্যবহার করা যাবে।

  • Clicksor পেপাল এর মাধ্যমে কমপক্ষে ১৫ দিন পর পর পাবলিশারকে পে করে নূন্যতম ২০ ইউএসডি এবং চেক এর মাধ্যমে এর পরিমান ৫০ইউএসডি।

Clicksor’s প্রকাশক মানসমূহ সমন্বয়সাধন করতে Clicksor’s নেটওয়ার্ক নিম্ন বর্নিত নিয়মানুযায়ী কার্য সম্পাদন করে।

* Easy-to-use অ্যাকাউন্ট অ্যাডমিন ইন্টারফেস

* Monetize  $৫০

* অর্থপ্রদান  প্রতি ১৫ দিন

* একাধিক রূপের বিজ্ঞাপনের সঙ্গে আপনার ওয়েবসাইটের পরিচয়

* প্রাসঙ্গিক  বিজ্ঞাপন  প্রকাশক

* আরও বেশি  বেশি ad কোড

* Utilizing Clicksor

Clicksor আপনার ভিসিটর এবং সবার জন্য একটি নিরাপদ এবং আনন্দময় ইন্টারনেট অভিজ্ঞতা বজায় রাখতে চেষ্টা করে। ক্লিকসোরের প্রকাশক নিবন্ধনে নীচে মানদন্ডসমূহের  রূপরেখা বর্ণনা করা হয়েছে:

* অংশগ্রহণকারী সাইটের ভিজিটর  দৃশ্যমান প্রতি দিন কমপক্ষে ৫, ০০০ পাতা।

* অংশগ্রহণকারী Sites কোনধরনের pornography প্রদর্শন করতে পারবে না।

* অংশগ্রহণকারী Sites প্রকৃতিতে libellous অথবা defamatory না।

* অংশগ্রহণকারী Sitesএর সফটওয়্যার piracyতে অথবা সংযোগ ধারণ করা উচিত নয়।

* অংশগ্রহণকারী Sites সফটওয়্যার বাণিজ্যের জন্য ব্যবহার করা যাবে না (warez)।

* অংশগ্রহণকারী Sitesএর বেআইনী কোনকিছুর সহিত কোন ধরনের সম্পৃক্ততা  উচিত নয় অথবা বেআইনি সক্রিয়তার সাথে সংযোগ (অর্থাৎ, বোম্পিং, hacking, ‘phreaking’ নির্মাণ প্রক্রিয়া ইত্যাদি)

* অংশগ্রহণকারী Sites এর প্রক্সির কোন স্থান নেই।

* অংশগ্রহণকারী Sites এ হিংসা, অশ্লীল অথবা vulgar imagery অথবা ভাষার gratuitous প্রদর্শন করতে পারবে না, এবং নিন্দাময় উপাদান ব্যবহার করা যাবে না।

* অংশগ্রহণকারী Sitesএর hate-mongeringএর যেকোন ধরন উৎসাহিত করা উচিত নয়। (অর্থাৎ, racial, রাজনৈতিক, নৃতাত্বিক, ধর্মীয়, gender-based, sexuality-based অথবা ব্যক্তিগত, ইত্যাদি)

* অংশগ্রহণকারী Sites তে অংশগ্রহণ করতে পারে না অথবা বেমানান newsgroup পোষ্টিং অথবা unsolicited ই-মেইল প্রেরণ (spam) করা যাবে না।

* অংশগ্রহণকারী Sitesএর বেআইনি, মিথ্যা অথবা deceptive বিনিয়োগ উপদেশ অথবা money-making সুযোগের সঙ্গে বেআইনি সারবত্তা, paraphernalia অথবা সক্রিয়তার যেকোন ধরন উৎসাহিত করা উচিত নয়।

* অংশগ্রহণকারী Sites এর নির্মাণ অসম্পূর্ন গ্রহনযোগ্য নয়।

* অংশগ্রহণকারী Sitesএর একটি মুক্ত হোস্টিং ওয়েবপেজ অথবা ব্যক্তিগত হোমপেজ হবে না।

* অংশগ্রহণকারী Sitesএর ভিতরের উপাদানের যেকোন ধরন ধারণ করা উচিত নয় ।

* অংশগ্রহণকারী Sitesএর Clicksor T intact এবং অপরিবর্তিত কোড ব্যবহার করা উচিত । যার ফলে কোডের জন্য কেবল একটি  স্বতন্ত্র পাতা অনুমোদন করা হয়।

pub গুগল এডসেন্স এর বিকল্প পর্ব ২(দুই) | Techtunes

আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় গুগল AdSense বিকল্পের মধ্য Clicksor এর খুব ভালো অবস্থান। আপনি ও পাবলিশার হিসাবে আপনার সাইটে এড কোড ব্যবহার করুন এবং যথাযথ ভাবে আয় করুন।

এখানে সাইনআপ করুন Clicksor এর এড পাবলিশার এর জন্য।

উপরোক্ত গুগলি এডসেন্স এর বিকল্প প্রতিষ্টান গুলোর দ্বিতীয়াংশ দেয়া হয়েছে বাকী অংশ এক এক করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ধারাবাহিক বর্ননা অব্যাহত থাকবে।