http://www.icann.org/
লুফে নিন ফ্রি হোষ্টিং সুবিধা
কিছু দিন ধরেই সি-প্যানেল টিউটোরিয়াল লিখতেছিলাম। এখানে ওয়েব ডিজাইনের উপরেও অনেকগুলো টিউটোরিয়াল লেখা আছে। অনেকে নিজস্ব সারভার পরিচালনা করার দক্ষতা অর্জনের আগেই টাকা দিয়ে হোষ্টিং কিনে পরিচালনা করতে ঝামেলায় পড়ে যায়। টিউটোরিয়ালবিডির লেখক, মতামত দাতা ও পাঠকদের জন্য নির্দিষ্ট সংখ্যক ফ্রি হোষ্টিং সেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব সি-প্যানেল সহ প্রফেশনাল ওয়েব হোষ্টিং পেতে পারেন একেবারে ফ্রি।
নিচের মতো ওয়েব হোষ্টিং পেতে পারেন বিনামূল্যে।
নিচের মতো ওয়েব হোষ্টিং পেতে পারেন বিনামূল্যে।
নং | রিসোর্স | পরিমান |
---|---|---|
১ | ওয়েবস্পেস | ৩০০ মেগাবাইট |
২ | ব্যান্ডউইড্থ | ৫ গিগাবাইট প্রতিমাসে |
৩ | ডোমেইন | ১ টি |
৪ | সাবডোমেইন | ১০টি |
৫ | ডাটাবেজ | ৫টি |
৬ | ইমেইল | ২০টি |
৭ | এফটিপি একাউন্ট | ৫টি |
৮ | সি-প্যানেল | আছে |
সুবিধাঃ
- সর্বোচ্চ ২০ জনকে এই সুবিধা দেওয়া হবে। আগে যোগাযোগকারী ও প্রোজেক্টের ধরন অনুযায়ী প্রাধান্য দেওয়া হবে।
- আপাততঃ একবছরের জন্য সি-প্যানেল হোষ্টিং দেওয়া হবে । পরবর্তিতে সময় বাড়ালে জানানো হবে।
- হোস্টিং ও ডাটাবেজ পরিবর্তনের বেপারেও সহযোগিতা করা হবে।
- হোষ্টিং নিয়ে কোন কাজ না করে ফেলে রাখলে হোষ্টিং বাতিল করে অন্যকে সুযোগ দেওয়া হতে পারে।
- হোস্টিং পেতে এই পোষ্টে মন্তব্য দিন অথবা মেইল করুন mahbubpalash(at)yahoo.com এ অথবা ফোন করুন ০১৯১৩৫৩১৫৫৬ এ।
- আন্তর্জাতিক দামে ডোমেইন কিনতেও সহযোগিতার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
Fouad Bajwa
Pakistan's Webmaster finds "knowledge to build your own opinion"
Friendly, outgoing, and technologically savvy, Fouad Bajwa was the State Webmaster for the government of Pakistan. When he returned to private sector employment, he thirsted for technical knowledge that could keep him relevant in the international market as he promoted the open-source movement.Despite strong doubts regarding ICANN's model and motives, Fouad attended our meeting in Seoul, South Korea, in 2009. Today, he volunteers as the co-Vice Chair for the Asian-Pacific Regional At-Large Organization (APRALO), a key part of ICANN's At-Large community.
What changed Fouad's opinion of ICANN? And how has working with ICANN helped this accomplished IT trainer? Hear Fouad's story, in his own words, in the accompanying video.
This video continues the "Who Is ICANN?" series we launched last week. Part One introduced Mistura Aruna of Nigeria.
Fouad attended his first ICANN meeting courtesy of the Fellowship Program. If you're from a developing country, you can learn more about the Program on our ICANN Meeting Fellowships page. Apply now to attend our October meeting in Dakar, Senegal, as a Fellow. The deadline for applying is 8 July 2011.
New gTLD Program Applicant Guidebook Published for Board Consideration
http://ariyanholidays.com- জুমলাতে বানানো আমার প্রথম সাইট
http://ariyanholidays.com- জুমলায় বানানো আমার প্রথম সাইট। আমি অনেক দিন ধরেই জুমলা সিখার চেস্তা করছিলাম এবং এই চেস্তায় আমকে সবচেয়ে বেসি সাহাজ্জ করেছে techtunes. এখানে অনেকেই জুমলা এর উপর ধারাবাহিক tune করেছেন জা আমার অনেক উপকারে এশেছে। আর সেটার ফলাফল হল এই website. আমি এই সাইট টা joomla 1.5 ব্যবহার করে বানিএছি, জদিও joomla 1.6 রিলিজ হয়ে গেছে। আমি অনেক কস্টে 1.5 সিখেছি তাই সেতা দিয়াই সাইট টা বানালাম। তবে joomla 1.6 এ অপশন অনেক বেশি। আমি joomla 1.6 সিখার চেস্তা করছি। যদি কনো ভাই জুমলা নীয়া কনো problem face করেন তো আমকে জানাতে পারেন। আমি আমার সাদ্ধ মতো সাহাজ্জ করার চেস্টা করব।দেখে বুঝতেই পারছেন সাইট টা একটি company এর। এটা বানানর জন্য আমকে তারা payment করছে
techtunes এর জন্য আমার ভবিসসতের একটা নতুন দুয়ার খুলে গেল, এ জন্য আমি techtunes এর কাছে সারাজিবন ক্রিতজ্ঞ থাকব।

আমি মনে হয় অনেকের সময় নস্ত করলাম, কিন্তু আমি আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। তাই ভুল হলে ক্ষমা করবেন। আর একটা অনুরধ , আপনারা একটু সাইট তা দেখবেন এবং কেমন হয়েছে সাইট তা আমকে একটু জানাবেন, এতে আমি আমার ভুল গুল জানতে পারব, নিজেকে আরো improve করার সুজোগ পাব। আমার জন্য সবাই দুয়া করবেন...and...techtune Rockzzzzzzzzzzzzzzzzzzzz
সাইট টার URL: http://ariyanholidays.com/


আমি মনে হয় অনেকের সময় নস্ত করলাম, কিন্তু আমি আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। তাই ভুল হলে ক্ষমা করবেন। আর একটা অনুরধ , আপনারা একটু সাইট তা দেখবেন এবং কেমন হয়েছে সাইট তা আমকে একটু জানাবেন, এতে আমি আমার ভুল গুল জানতে পারব, নিজেকে আরো improve করার সুজোগ পাব। আমার জন্য সবাই দুয়া করবেন...and...techtune Rockzzzzzzzzzzzzzzzzzzzz

সাইট টার URL: http://ariyanholidays.com/
ওয়েব সাইট তৈরি করে সাইটে ভিজিটর সংগ্রহ করা
ওয়েব সাইট তৈরি করে সাইটে ভিজিটর সংগ্রহ করা খুব একটা সহজসাধ্য কাজ নয় কেননা ভিজিটর আসবে সাইটের কন্টেন্ট এর ওপর ভিত্তি করে। সাইটের কন্টেন্ট ভাল হলে কিংবা প্রচুর পরিমান কন্টেন্ট থাকলে সাইটটি গুগলের কাছে বেশ গুরুত্ব পাবে, যার ফলে বাড়তে থাকবে ভিজিটর। এজন্য প্রয়োজন হয় Search Engine Optimization এর। যদি এমন হয় যে, রাতারাতি কিছু ভিজিটর দরকার তখন কিন্তু আপনি ভিন্ন একটি প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। যার নাম Traffic Exchange। এটা অনেকটা Give and Take এর মত ব্যাপার। এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ভিজিটর পাবেন। আসুন এবার দেখি যে কোন সাইটগুলোতে Traffic Exchange করা যায়:
উপরোক্ত সাইটগুলোতে কাজের সিস্টেম প্রায় একই। নিচের নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরন করুন:
১. প্রথমে সাইটে সাইন আপ করুন এবং লগইন করে প্রবেশ করুন।
২. আপনার সাইটটি সাবমিটের জন্য মাই সাইট বাটনে ক্লিক করুন এবং আপনার সাইটগুলো সাবমিট করুন।
৩. এসব সাইটের আরেকটি সিস্টেম হচ্ছে আপনি অন্যের এ্যাড যত দেখবেন আপনার সাইটের ভিজিটর তত বাড়বে, তাই surf ads বাটনে ক্লিক করে প্রদত্ত সাইটগুলো ভিজিট করুন।
সাইটে Traffic বৃদ্ধির পদ্ধতি তো জানা হল এবার নিজের সাইটের জন্য প্রয়োগ করুন
নিজেই শুরু করতে পারেন পিটিসি বিজনেস
অনেক দিন ধরে ভাবছিলাম পিটিসি সাইট তৈরী করা নিয়ে বিস্তারিত একটা টিউন করব ।কিন্তু সব তথ্য
সংগ্রহ করতে করতে বেশ সময় লেগে গেল ।এই টিউনটি তাদের কাজে আসবে যারা একটি পিটিসি তৈরী করতে চান এবং স্ক্যাম না করে আয় করতে চান , যারা পিটিসিতে কাজ করতে গিয়ে লস করেছেন ও যারা সবেমাত্র কাজ শুরু করতে যাচ্ছেন ।
মোট কথা এই টিউনে পিটিসি সাইট তৈরী করতঃ বিজ্ঞাপনদাতা সংগ্রহ থেকে শুরু করে - মেম্বার সংগ্রহ , সাইটের আয় ব্যায় , মেম্বারের আয় ব্যায় সবকিছুর ব্যাপারে আমার সাধ্য অনুযায়ী ধারনা দিতে চেষ্টা করব ।
মূলত এই হিসাবের উপরই নির্ভর করে আপনার সাইট কতো দিন টিকে থাকবে ।
আমরা যেহেতু আয় করার জন্য পিটিসি তৈরী করব বা পিটিসিতে কাজ করব তাই আয় ব্যায়ের হিসাবটাই প্রথম দিলাম ।
পিটিসি আ্যডমিনের আয়ের উৎস :
১.বিজ্ঞাপনদাতা দের কাছ থেকে ।
২.রেফারেল বিক্রী করে ।
৩.আপগ্রেড মেম্বারশীপ বিক্রী করে ।
৪.হোমপেজে স্পন্সর করা বিজ্ঞাপন প্রদর্শন করে ।
এবার স্কিনশট গুলো মনযোগ দিয়ে দেখুন ।



স্কিনশট গুলো দেখে কি কিছু বুঝলেন……..?
না বুঝলেও অসুবিধা নেই আমি বুঝিয়ে দিচ্ছি ……
প্রথম স্কিনশটে দেখা যাচ্ছে সাইটটি সাধারন সদস্য দের প্রতি ক্লিক এ দিচ্ছে 5 (five) ডলার অথচ তারাই (এডমিন) পাচ্ছে প্রতি বিজ্ঞাপনে 0.005 ডলার তাহলে আপনাকেই বা পে করবে কোথা থেকে ?আর আপগ্রেড মেম্বারদেরই বা পে করবে কোথা থেকে ? আর রেফারেল ক্লিকের কথা তো বাদই দিলাম………
ওদের মিনিমাম পে আউট কত জানেন তো ?বেশী না……প্রথমটায় মাত্র 1000 ডলার আর দ্বিতীয় টায় 5000 ডলার ….হাঃহাঃহাঃ
পরের স্কিনশটে যেটা দেখিয়েছি সেইটাও একই কায়দার….
একটি পিটিসি চলে যেতে পারে ২ টি কারনে---
১)উপরের ঐ হিসাব ভুল থাকার কারনে (প্রধান কারন)
২)অধিক লোভের কারন (এটা বোকারা করে)
এবার আপনাকে আমার নিজের করা একটি হিসেব দেখাচ্ছি….
বিজ্ঞাপন প্যাকেজের হিসাব :
১০০০ ক্লিক......১০ ডলার
২০০০ ক্লিক......১৯ ডলার
৩০০০ ক্লিক......২৮ ডলার
৪০০০ ক্লিক……৩৭ ডলার
৫০০০ ক্লিক……৪৬ ডলার
( বড় প্যাকেজের জন্য ছাড় দিয়েছি যাতে বিজ্ঞাপনদাতারা বেশী দামের প্যাকেজ কিনতে আগ্রহী হয় )
মেম্বারদের জন্য হিসাব :
জেনারেল :
প্রতিদিন 5 বিজ্ঞাপন * 0.005 সেন্ট প্রতি ক্লিক + প্রতি রেফারেল ক্লিক এ 0.001 সেন্ট * 5 = 0.03
প্রতিটি বিজ্ঞাপন এ খরচ হলো = 0.006
লাভ থাকলো = 0.004
অথাৎ জেনারেল মেম্বাররা ১০০০ ক্লিক করলে আপনার লাভ হবে ৪ ডলার । যা কোন ব্যাপারই না ।
আসলে হিসেবটা বোঝা ও করা দুটোই কঠিন ।
ঠিক এভাবেই অতি সামান্য কিছু সেন্ট বাড়িয়ে গোল্ড ও প্লাটিনাম মেম্বার এর হিসেব টাও করে নিলে দেখা যাবে গোল্ড ও প্লাটিনাম মেম্বারদের প্রতি ১০০০ ক্লিকেও ৩ থেকে ২ ডলার লাভ থাকবে ।
কেউ ভাববেন না যে এটাই চুড়ান্ত হিসাব ।এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য।
এছাড়া রেন্টেড রেফারেল ।ও আপগ্রেড মেম্বারশীপ বিক্রি করেও টাকা পাবেন ।
কিন্তু এই আয় বসে বসে পাওয়া যাবেনা ।কিছু কাজ করতে হবে ।আসলে বিজ্ঞাপনদাতা সংগ্রহ করাই হলো প্রধান কাজ । খুব কঠিন কিছু নয় ।এক পিটিসি সাইটই আরেক পিটিসি সাইটের কাছে বিজ্ঞাপন দেয় ।যেহেতু আজকাল ব্যাঙ্গের ছাতার মতো পিটিসি সাইট তৈরী হচ্ছে তাই বিজ্ঞাপনদাতা নিয়ে টেনশন করার দরকার নেই ।কিভাবে পাবেন তা ধাপে ধাপে আমি আপনাদেরকে জানিয়ে দিবো ।
যাই হোক পিটিসি তৈরী করতে হলে আপনার সর্ব প্রথম আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন কেনা।।যা আপনি স্হানীয় কোন প্রতিষ্ঠান থেকে কিনে নিতে পারেন । আবার অনলাইন থেকেও কিনতে পারেন ।তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনার www.godaddy.com থেকে ডোমেইন কেনা উচিত।কারন এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ।একটু খোজ খবর নিলেই আমার কথার সত্যতার প্রমান পাবেন ।
ডোমেইন কেনার পর দরকার হবে একটি পিটিসি স্ক্রিপ্ট ।
এই বিষয়ে একটি কথা না বললেই নয় যে,আজকাল ফ্রির যুগে প্রায় সবই ফ্রি পাওয়া যায় ।আপনি ইন্টারনেট ঘাটলেই অনেক ফ্রি স্ক্রিপ্ট পেয়ে যাবেন ।কিন্ত সাধারনত সেগুলো পুরাতন ভার্সন ।আপনার মন মতো না হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯ ভাগ।প্রচুর ব্যাকডোর আছে সে স্ক্রিপ্ট গুলোতে ।আর ওৎ পেতে থাকা ভাইরাস তো আছেই ।সবচেয়ে বড় অসুবিধা হলো ঐ স্ক্রিপ্টের সাইটগুলো হ্যাক হওয়া অনেক সহজ ।
আপনি এতকিছু জানার পরেও আমার মনে হয়না ফ্রি স্ক্রিপ্ট ব্যাবহারে উৎসাহী হবেন ।তবুও আমি একটি ফ্রি স্ক্রিপ্ট ডাউনলোডের লিংক দিলাম ।ইচ্ছে হলে ব্যাবহার করতে পারেন্,তবে অবশ্যই নিজ দায়িত্বে ।
আর যদি লেটেস্ট কোন স্ক্রিপ্ট কিনে ব্যাবহার করতে চান তাহলে এখান থেকে কিনে নিতে পারেন
ধরে নিচ্ছি আপনার কাছে এখন একটি স্ক্রিপ্ট আছে তা ফ্রি হোক আর কিনেই হোক।
এখন দরকার হবে হোস্টিং কেনা । হোস্টিং এর ব্যাপারে নতুন করে কিছু বলব না ।শুধু এটুকু বলব যে হোস্টিং প্রভাইডারের সাথে আলাপ করে নিবেন তারা আপনাকে পিটিসি হোস্টিং করতে দেবে কিনা ।অনেকে আপনাকে বলবে আপনি টাকা দিবেন হোস্টিং কিনে যা খুশি তাই করবেন আমাদের কিছু আসে যায় না ।কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র ।কয়দিন পরেই শুরু করবে নানা রকম তাল বাহানা (আমি ভুক্তভোগী)।সবাই একরকম না ।কেউ কেউ সরাসরি বলে দেবে ।
যা হোক আপনার পছন্দ অনুযায়ী হোস্টিং প্যাকেজ কিনুন ।এর পর পিটিসি স্ক্রিপ্ট ফাইলটি আনজিপ করে আপনার সার্ভারে আপলোড করে নিন ।এ ব্যাপারে পূর্ব অভিগ্গতা না থাকলে অভিজ্ঞ কারো সহায়তা নিন ।আপলোড হয়ে গেলে আপনার এডমিন প্যানেলে লগইন করে ইচ্ছে মত সেটিংস গুলো ঠিক করে নিন ।ওখানেই আপনি অনলাইন ব্যাংক একাউন্ট সহ যাবতীয় সব কিছু করার অপশন পাবেন ।
এগুলো যাদের ঝামেলা মনে হচ্ছে তারা এখান থেকে অতি সহজে মাত্র ১৫ মিনিটে পিটিসি সাইট তৈরী করে নিতে পারেন ।ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং সব ওরা দেবে ।আপনি পছন্দ আনুযায়ী প্যাকেজ নির্বাচন করুন ।পেমেন্ট প্রদান করার সর্ব্বোচচ ১৫ মিনিটের মধ্যে ওদের সিস্টেম আপনার সাইটের সব কিছু রেডী করে আপনার দেওয়া মেইল আইডিতে ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেব ।
আর এই সাইটটিতে বর্তমানে ৩০০০০ পিটিসি সাইট হোস্টিং করা আছে ।এতবড় ব্যাবসা ফেলে পাগলেও পালায় না ।কারন মাস গেলেই ওরা টাকা পাচ্ছে ।এখন ওরা পালালে যা নিয়ে যাবে তার চেয়েও বেশী ওরা প্রতিমাসে আয় করে ।
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 1 মাসের জন্য প্যাকেজ মূল্য ২৫ ডলার
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 3 মাসের জন্য প্যাকেজ মূল্য 59 ডলার (21% ছাড়)
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 6 মাসের জন্য প্যাকেজ মূল্য 99 ডলার (34% ছাড়)
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 12 মাসের জন্য প্যাকেজ মূল্য 129 ডলার (57% ছাড়)
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 36 মাসের জন্য প্যাকেজ মূল্য 199 ডলার (77% ছাড়)
এরমধ্যে ৬ মাসের প্যাকেজটি নেওয়া ভালো ।
কারন ৬ মাসের মধ্যে আপনি ব্যাবসায়ীকভাবে একটি শক্ত অবস্হানে চলে যেতে পারবেন ।
আজ আর পারছি না ।
এই টিউনটি সহ এই বিষয়ে বিস্তারিত আরো কিছু পোস্ট আছে আমার ব্লগ সাইটে
www.elogbd.blogspot.com
সংগ্রহ করতে করতে বেশ সময় লেগে গেল ।এই টিউনটি তাদের কাজে আসবে যারা একটি পিটিসি তৈরী করতে চান এবং স্ক্যাম না করে আয় করতে চান , যারা পিটিসিতে কাজ করতে গিয়ে লস করেছেন ও যারা সবেমাত্র কাজ শুরু করতে যাচ্ছেন ।
মোট কথা এই টিউনে পিটিসি সাইট তৈরী করতঃ বিজ্ঞাপনদাতা সংগ্রহ থেকে শুরু করে - মেম্বার সংগ্রহ , সাইটের আয় ব্যায় , মেম্বারের আয় ব্যায় সবকিছুর ব্যাপারে আমার সাধ্য অনুযায়ী ধারনা দিতে চেষ্টা করব ।
মূলত এই হিসাবের উপরই নির্ভর করে আপনার সাইট কতো দিন টিকে থাকবে ।
আমরা যেহেতু আয় করার জন্য পিটিসি তৈরী করব বা পিটিসিতে কাজ করব তাই আয় ব্যায়ের হিসাবটাই প্রথম দিলাম ।
পিটিসি আ্যডমিনের আয়ের উৎস :
১.বিজ্ঞাপনদাতা দের কাছ থেকে ।
২.রেফারেল বিক্রী করে ।
৩.আপগ্রেড মেম্বারশীপ বিক্রী করে ।
৪.হোমপেজে স্পন্সর করা বিজ্ঞাপন প্রদর্শন করে ।
এবার স্কিনশট গুলো মনযোগ দিয়ে দেখুন ।




না বুঝলেও অসুবিধা নেই আমি বুঝিয়ে দিচ্ছি ……
প্রথম স্কিনশটে দেখা যাচ্ছে সাইটটি সাধারন সদস্য দের প্রতি ক্লিক এ দিচ্ছে 5 (five) ডলার অথচ তারাই (এডমিন) পাচ্ছে প্রতি বিজ্ঞাপনে 0.005 ডলার তাহলে আপনাকেই বা পে করবে কোথা থেকে ?আর আপগ্রেড মেম্বারদেরই বা পে করবে কোথা থেকে ? আর রেফারেল ক্লিকের কথা তো বাদই দিলাম………
ওদের মিনিমাম পে আউট কত জানেন তো ?বেশী না……প্রথমটায় মাত্র 1000 ডলার আর দ্বিতীয় টায় 5000 ডলার ….হাঃহাঃহাঃ
পরের স্কিনশটে যেটা দেখিয়েছি সেইটাও একই কায়দার….
একটি পিটিসি চলে যেতে পারে ২ টি কারনে---
১)উপরের ঐ হিসাব ভুল থাকার কারনে (প্রধান কারন)
২)অধিক লোভের কারন (এটা বোকারা করে)
এবার আপনাকে আমার নিজের করা একটি হিসেব দেখাচ্ছি….
বিজ্ঞাপন প্যাকেজের হিসাব :
১০০০ ক্লিক......১০ ডলার
২০০০ ক্লিক......১৯ ডলার
৩০০০ ক্লিক......২৮ ডলার
৪০০০ ক্লিক……৩৭ ডলার
৫০০০ ক্লিক……৪৬ ডলার
( বড় প্যাকেজের জন্য ছাড় দিয়েছি যাতে বিজ্ঞাপনদাতারা বেশী দামের প্যাকেজ কিনতে আগ্রহী হয় )
মেম্বারদের জন্য হিসাব :
জেনারেল :
প্রতিদিন 5 বিজ্ঞাপন * 0.005 সেন্ট প্রতি ক্লিক + প্রতি রেফারেল ক্লিক এ 0.001 সেন্ট * 5 = 0.03
প্রতিটি বিজ্ঞাপন এ খরচ হলো = 0.006
লাভ থাকলো = 0.004
অথাৎ জেনারেল মেম্বাররা ১০০০ ক্লিক করলে আপনার লাভ হবে ৪ ডলার । যা কোন ব্যাপারই না ।
আসলে হিসেবটা বোঝা ও করা দুটোই কঠিন ।
ঠিক এভাবেই অতি সামান্য কিছু সেন্ট বাড়িয়ে গোল্ড ও প্লাটিনাম মেম্বার এর হিসেব টাও করে নিলে দেখা যাবে গোল্ড ও প্লাটিনাম মেম্বারদের প্রতি ১০০০ ক্লিকেও ৩ থেকে ২ ডলার লাভ থাকবে ।
কেউ ভাববেন না যে এটাই চুড়ান্ত হিসাব ।এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য।
এছাড়া রেন্টেড রেফারেল ।ও আপগ্রেড মেম্বারশীপ বিক্রি করেও টাকা পাবেন ।
কিন্তু এই আয় বসে বসে পাওয়া যাবেনা ।কিছু কাজ করতে হবে ।আসলে বিজ্ঞাপনদাতা সংগ্রহ করাই হলো প্রধান কাজ । খুব কঠিন কিছু নয় ।এক পিটিসি সাইটই আরেক পিটিসি সাইটের কাছে বিজ্ঞাপন দেয় ।যেহেতু আজকাল ব্যাঙ্গের ছাতার মতো পিটিসি সাইট তৈরী হচ্ছে তাই বিজ্ঞাপনদাতা নিয়ে টেনশন করার দরকার নেই ।কিভাবে পাবেন তা ধাপে ধাপে আমি আপনাদেরকে জানিয়ে দিবো ।
যাই হোক পিটিসি তৈরী করতে হলে আপনার সর্ব প্রথম আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন কেনা।।যা আপনি স্হানীয় কোন প্রতিষ্ঠান থেকে কিনে নিতে পারেন । আবার অনলাইন থেকেও কিনতে পারেন ।তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনার www.godaddy.com থেকে ডোমেইন কেনা উচিত।কারন এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ।একটু খোজ খবর নিলেই আমার কথার সত্যতার প্রমান পাবেন ।
ডোমেইন কেনার পর দরকার হবে একটি পিটিসি স্ক্রিপ্ট ।
এই বিষয়ে একটি কথা না বললেই নয় যে,আজকাল ফ্রির যুগে প্রায় সবই ফ্রি পাওয়া যায় ।আপনি ইন্টারনেট ঘাটলেই অনেক ফ্রি স্ক্রিপ্ট পেয়ে যাবেন ।কিন্ত সাধারনত সেগুলো পুরাতন ভার্সন ।আপনার মন মতো না হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯ ভাগ।প্রচুর ব্যাকডোর আছে সে স্ক্রিপ্ট গুলোতে ।আর ওৎ পেতে থাকা ভাইরাস তো আছেই ।সবচেয়ে বড় অসুবিধা হলো ঐ স্ক্রিপ্টের সাইটগুলো হ্যাক হওয়া অনেক সহজ ।
আপনি এতকিছু জানার পরেও আমার মনে হয়না ফ্রি স্ক্রিপ্ট ব্যাবহারে উৎসাহী হবেন ।তবুও আমি একটি ফ্রি স্ক্রিপ্ট ডাউনলোডের লিংক দিলাম ।ইচ্ছে হলে ব্যাবহার করতে পারেন্,তবে অবশ্যই নিজ দায়িত্বে ।
আর যদি লেটেস্ট কোন স্ক্রিপ্ট কিনে ব্যাবহার করতে চান তাহলে এখান থেকে কিনে নিতে পারেন
ধরে নিচ্ছি আপনার কাছে এখন একটি স্ক্রিপ্ট আছে তা ফ্রি হোক আর কিনেই হোক।
এখন দরকার হবে হোস্টিং কেনা । হোস্টিং এর ব্যাপারে নতুন করে কিছু বলব না ।শুধু এটুকু বলব যে হোস্টিং প্রভাইডারের সাথে আলাপ করে নিবেন তারা আপনাকে পিটিসি হোস্টিং করতে দেবে কিনা ।অনেকে আপনাকে বলবে আপনি টাকা দিবেন হোস্টিং কিনে যা খুশি তাই করবেন আমাদের কিছু আসে যায় না ।কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র ।কয়দিন পরেই শুরু করবে নানা রকম তাল বাহানা (আমি ভুক্তভোগী)।সবাই একরকম না ।কেউ কেউ সরাসরি বলে দেবে ।
যা হোক আপনার পছন্দ অনুযায়ী হোস্টিং প্যাকেজ কিনুন ।এর পর পিটিসি স্ক্রিপ্ট ফাইলটি আনজিপ করে আপনার সার্ভারে আপলোড করে নিন ।এ ব্যাপারে পূর্ব অভিগ্গতা না থাকলে অভিজ্ঞ কারো সহায়তা নিন ।আপলোড হয়ে গেলে আপনার এডমিন প্যানেলে লগইন করে ইচ্ছে মত সেটিংস গুলো ঠিক করে নিন ।ওখানেই আপনি অনলাইন ব্যাংক একাউন্ট সহ যাবতীয় সব কিছু করার অপশন পাবেন ।
এগুলো যাদের ঝামেলা মনে হচ্ছে তারা এখান থেকে অতি সহজে মাত্র ১৫ মিনিটে পিটিসি সাইট তৈরী করে নিতে পারেন ।ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং সব ওরা দেবে ।আপনি পছন্দ আনুযায়ী প্যাকেজ নির্বাচন করুন ।পেমেন্ট প্রদান করার সর্ব্বোচচ ১৫ মিনিটের মধ্যে ওদের সিস্টেম আপনার সাইটের সব কিছু রেডী করে আপনার দেওয়া মেইল আইডিতে ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেব ।
আর এই সাইটটিতে বর্তমানে ৩০০০০ পিটিসি সাইট হোস্টিং করা আছে ।এতবড় ব্যাবসা ফেলে পাগলেও পালায় না ।কারন মাস গেলেই ওরা টাকা পাচ্ছে ।এখন ওরা পালালে যা নিয়ে যাবে তার চেয়েও বেশী ওরা প্রতিমাসে আয় করে ।
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 1 মাসের জন্য প্যাকেজ মূল্য ২৫ ডলার
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 3 মাসের জন্য প্যাকেজ মূল্য 59 ডলার (21% ছাড়)
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 6 মাসের জন্য প্যাকেজ মূল্য 99 ডলার (34% ছাড়)
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 12 মাসের জন্য প্যাকেজ মূল্য 129 ডলার (57% ছাড়)
ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং 36 মাসের জন্য প্যাকেজ মূল্য 199 ডলার (77% ছাড়)
এরমধ্যে ৬ মাসের প্যাকেজটি নেওয়া ভালো ।
কারন ৬ মাসের মধ্যে আপনি ব্যাবসায়ীকভাবে একটি শক্ত অবস্হানে চলে যেতে পারবেন ।
আজ আর পারছি না ।
এই টিউনটি সহ এই বিষয়ে বিস্তারিত আরো কিছু পোস্ট আছে আমার ব্লগ সাইটে
www.elogbd.blogspot.com