পৃষ্ঠাসমূহ

Saturday, January 3, 2015

ভার্চুয়াল রিয়েলিটির নতুন অ্যাপ আনল স্যামসাং


টেকনো ডেস্ক ॥ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করলো দক্ষিণ কোরিয়ার আইটি জায়ান্ট স্যামসাং। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের মতো স্যামসাংও তৈরি করেছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট।
এবারে স্যামসাং এই ধরনের ভিআর হেডসেটের সাথে ব্যবহারের উপযোগী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি-নির্ভর ভিডিও স্ট্রিমিং করার সুযোগ পাওয়া যাবে।
৩৬০-ডিগ্রি কৌণিক বিন্যাসের এসব ভিডিও নিয়ে চালু করা স্যামসাংয়ের এই মোবাইল অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘মিল্ক’। এই অ্যাপ্লিকেশনের জন্য স্যামসাং নিয়মিত বিরতিতে বিনামূল্যে ভিডিও কনটেন্ট আপলোড করবে বলেও জানিয়েছে। গত বছরে বার্লিনের আইএফএ ২০১৪তে স্যামসাং প্রথমবারের মতো তাদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট হিসেবে গিয়ার ভিআর প্রদর্শন করে। পরে সেপ্টেম্বর মাস থেকে গিয়ার ভিআর বিক্রি শুরু করে তারা। এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের সাথে চমৎকারভাবে কাজ করবে মিল্ক। তাতে করে অন্যান্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের তুলনায় গিয়ার ভিআর খানিকটা এগিয়ে গেল বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কেননা অন্যান্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটগুলোর জন্য এখনও পর্যন্ত আলাদা কোনো কনটেন্ট-নির্ভর অ্যাপস নেই। ভার্চুয়াল রিয়েলিটিকে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে বিবেচনা করে স্যামসাং আরও বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে তাদের নিজস্ব ব্র্যান্ডের একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরাও রয়েছে। এই ক্যামেরার মাধ্যমে পরিপার্শ্বের থ্রিডি চিত্র ধারণ করা যাবে এবং সেই ভিডিও খুব সহজেই দেখা যাবে গিয়ার ভিআরের মাধ্যমে, যাতে অনুভব করা যাবে বাস্তব চিত্রের প্রতিফলন।

No comments:

Post a Comment