টেকনো ডেস্ক ॥স্মার্টফোন ও ট্যাবলেটের সুবিধাযুক্ত ফ্যাবলেট দেশের বাজারে এনেছে অ্যালকাটেলের বাংলাদেশী পরিবেশক ইরাসেল লিমিটেড। অ্যালকাটেল পপ সি৯ মডেলের অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফ্যাবলেটে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যা ম-সুবিধা। ফ্যাবলেটটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশলাইট, জিওট্যাগিং ফিচার। এ ছাড়া ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে এতে। ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, বর্তমানে গ্রাহকদের মধ্যে ফ্যাবলেটের জনপ্রিয়তা বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে পপ সি৯ ফ্যাবলেটটি বাজারে আনা হয়েছে। এতে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা, গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারে দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী। ৯.৯ মিলিমিটার পুরুত্বের এই ফ্যাবলেটে রয়েছে ২৫০০এমএএইচ ব্যাটারি, যা টানা ৮ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে। রয়েছে ডুযেল সিম, থ্রিজি, ওয়াই-ফাই, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস, এফএম রেডিও ইত্যাদি সুবিধা। পাঁচটি আকর্ষণীয় রঙের এই ফ্যাবলেটের সঙ্গে গ্রাহক বিনামূল্যে পাবেন ফ্লিপকাভার। ফ্যাবলেটটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।
Saturday, January 3, 2015
দেশে অ্যালকাটেল ফ্যাবলেট
টেকনো ডেস্ক ॥স্মার্টফোন ও ট্যাবলেটের সুবিধাযুক্ত ফ্যাবলেট দেশের বাজারে এনেছে অ্যালকাটেলের বাংলাদেশী পরিবেশক ইরাসেল লিমিটেড। অ্যালকাটেল পপ সি৯ মডেলের অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফ্যাবলেটে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যা ম-সুবিধা। ফ্যাবলেটটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশলাইট, জিওট্যাগিং ফিচার। এ ছাড়া ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে এতে। ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, বর্তমানে গ্রাহকদের মধ্যে ফ্যাবলেটের জনপ্রিয়তা বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে পপ সি৯ ফ্যাবলেটটি বাজারে আনা হয়েছে। এতে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা, গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারে দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী। ৯.৯ মিলিমিটার পুরুত্বের এই ফ্যাবলেটে রয়েছে ২৫০০এমএএইচ ব্যাটারি, যা টানা ৮ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে। রয়েছে ডুযেল সিম, থ্রিজি, ওয়াই-ফাই, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস, এফএম রেডিও ইত্যাদি সুবিধা। পাঁচটি আকর্ষণীয় রঙের এই ফ্যাবলেটের সঙ্গে গ্রাহক বিনামূল্যে পাবেন ফ্লিপকাভার। ফ্যাবলেটটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment