পৃষ্ঠাসমূহ

Tuesday, December 23, 2014

পারমাণবিক চুল্লির কম্পিউটার সিস্টেম হ্যাক


সাইবার আক্রমণের শিকার হয়েছে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চুল্লির কম্পিউটার সিস্টেম। তবে এই সাইবার আক্রমণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার ২৩টি পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশটির সরকার। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কম্পিউটার সিস্টেম হ্যাক হলেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেহাত হয়নি বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। সাইবার আক্রমণের মাধ্যমে পারমাণবিক চুল্লিগুলোর সরাসরি কোনো ক্ষতি করাও সম্ভব নয় বলে দাবি করেছেন ‘কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর এক কর্মকর্তা। অন্যদিকে সাইবার আক্রমণের দায় শিকার করা হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইটের সত্যতা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। পারমাণবিক চুল্লি বন্ধ না করা হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে। এ ঘটনা তদন্তে তৎপর হয়েছে দক্ষিণ কোরিয়া। ব্লগে চুরি হওয়া ডেটা যে আইপি অ্যাড্রেস থেকে পোস্ট করা হয়েছে তার মাধ্যমে একজন ব্যবহারকারীকে চিহ্নিত করা হলেও এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। ইউজার আইডি বেহাত হওয়ার দাবি করেছেন তিনি।

Sunday, December 21, 2014

অবহেলার শিকার হচ্ছেন অ্যাপল শ্রমিকরা!


 

বিবিসি প্যানোরামার গোপন তদন্তে, অ্যাপলের পণ্য তৈরি করে থাকে এরকম চীনা কারখানার শ্রমিকরা অবহেলা ও অমানবিকতার শিকার হচ্ছেন এমন তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাপল শ্রমিকদের রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তা মানছে না। চীনের সাংহাইয়ে সীমান্ত অঞ্চলে অবস্থিত কারখানাগুলোতে গোপনে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, শ্রমিকরা তাদের ১২ ঘন্টার কাজের শিফটের মধ্যেই ঘুমিয়ে পড়ছেন। অতিরিক্ত সময় কাজ করলেও শ্রমিকদেরকে সেসময়ের জন্য কোনো পারিশ্রমিক দেয়া হচ্ছে না এবং অতিরিক্ত সময় কাজ করার বিষয়টি ঐচ্ছিক হলেও তা মানা হচ্ছে না। তদন্তের অংশ হিসেবে এক প্রতিবেদক ছদ্মবেশে কাজ নিয়েছিলেন অ্যাপল কম্পিউটারের জন্য যন্ত্রাংশ তৈরি হয় এমন একটি কারখানায়। একটানা ১৮ দিন কাজ করতে হয়েছে, অনুরোধ করলেও কোনো ছুটি মেলেনি বলে জানান তিনি। ছদ্মবেশে তদন্তকারী আরেক প্রতিবেদ জানিয়েছেন, প্রতিদিন ১৬ ঘন্টা কাজের পর ডর্মেটরিতে ফিরে গেলে তিনি ক্লান্তিতে চলাফেরা করতে চাইতেন না, এমনকি খাবারের জন্যও নয়। এ ছাড়াও অন্য আরেকজন প্রতিবেদক জানিয়েছেন, ছোট একটি স্থানে মোট ১২ জন মিলে থাকতে হয়েছে তাদের। অ্যাপল এ বিষয়ে প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না হলেও এক বিবৃতিতে দাবি করেছে, তাদের জানা মতে অন্য কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ দিতে এতোটা কাজ করছে না, যতোটা তারা করছেন। অ্যাপলের ভাষ্য অনুযায়ী, কাজের মধ্যেই শ্রমিকদের ঘুমিয়ে নেওয়াটা খুবই সাধারণ একটি বিষয়, তবে কাজ চলাকালীন কেউ ঘুমিয়ে পড়লে সে বিষয়ে তারা অবশ্যই তদন্ত করবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা প্রতি সপ্তাহে গড়ে ৫৫ ঘন্টা করে পেগাট্রন কারখানার লক্ষাধিক শ্রমিক এবং কর্মীদের কার্যকলাপ পর‌্যবেক্ষণ করেছেন।

গাড়িতেই অ্যান্ড্রয়েড!


 

স্মার্টফোন বা ট্যাবলেটের মতো কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই গাড়িতে অ্যান্ডয়েড সফটওয়্যার সরাসরি ব্যবহারের প্রকল্প নিয়ে কাজ করছে ওয়েব জায়ান্ট গুগল। ‘অ্যান্ড্রয়েড অটো’ নামের এই ‘কানেক্টেড কার প্লাটফর্ম’-এ কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ছাড়াই গাড়ি থেকে সরাসরি অ্যকসেস করা যাবে ইন্টারনেট। রয়টার্স জানিয়েছে শুধু ইন্টারনেট নয়, অ্যান্ড্রয়েড অ্যাপ, মিউজিক এবং ভয়েস কমান্ডের মাধ্যমে হ্যান্ডস ফ্রি কলের সেবা পাবেন চালক। গাড়ির জন্য তৈরি সফটওয়্যার গুলো চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ‘অ্যান্ড্রয়েড এম’-এ। ২০১৫ সালে নাগাদ গাড়িতে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। হিউন্দাই, জেনারেল মটর্স, নিসানের মতো বিভিন্ন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে গুগলের সখ্য থাকায় নতুন অ্যান্ড্রয়েড অটো সিস্টেম ব্যবহারে রাজি প্রতিষ্ঠানের অভাব হবে না বলে জানিয়েছে রয়টার্স। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি গুগল মুখপাত্র। ‘গুগল কোনো গুজবে প্রতিক্রিয়া’ জানায় না বলে মন্তব্য করেন তিনি।

যৌথ তদন্তের প্রস্তাব উত্তর কোরিয়ার

সনি পিকচার্স হ্যাকিং রহস্য সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। ‘সনি-পোক্যালিপস’-এর মদদদাতা হিসেবে শুরু থেকেই মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের আঙ্গুল ছিল দেশটির দিকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে বলে দাবি করে আসছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে সনি পিকচার্সের উপর উত্তর কোরিয়াই সাইবার আক্রমণ চালিয়েছিল বলে শুক্রবার জানিয়েছে এফবিআই। শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে এবং আমাদের উদ্দেশ্যে নিন্দা ছড়াচ্ছে, আমরা তখন এই ঘটনা যৌথ তদন্তের প্রস্তাব দিচ্ছি।” যৌথ তদন্তের প্রস্তাব ‘প্রত্যাখান করলে ফলাফল ভাল হবে না’ বলে সতর্কও করে দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। যৌথ তদন্তের প্রস্তাবের কথা সরাসরি উল্লেখ না করে উত্তর কোরিয়ার দোষ স্বীকার করে সনিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন মার্কিন মুখপাত্র মার্ক স্ট্রোহ। অন্যদিকে ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাটি মুক্তি বাতিল করেছে সনি পিকচার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে সিআইএর গুপ্তহত্যার চেষ্টা নিয়ে গড়ে উঠেছে কমেডি সিনেমাটির কাহিনী। বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও হ্যাকাররা সিনেমা হলে সন্ত্রাসী আক্রমণের হুমকি দেওয়ায় সিনেমাটি আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সনি। ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি দেওয়ার জন্য বিকল্প মাধ্যম খোঁজা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হ্যাকিংয়ের কবলে আইক্যান


 

হ্যাকিংয়ের শিকার হয়েছে ইন্টারনেট তত্ত্বাবধায়নকারী সংস্থা ‘দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বার্স’ (আইক্যান)-এর আভ্যন্তরীন নেটওয়ার্ক। ইন্টারনেট অ্যাড্রেসিং ব্যবস্থা পরিচালনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে প্রতিষ্ঠানটি।
 এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে হ্যাকিংয়ের কবলে পড়লেও বিষয়টি বুঝতে প্রায় এক সপ্তাহ লেগেছে আইক্যানের। হ্যাকাররা আইক্যানের আভ্যন্তরীন নেটওয়ার্ক হ্যাক করে ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ডোমেইনের পরিচালকদের বিভিন্ন তথ্য চুরি করে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। হ্যাকিংয়ের ঘটনায় ভুক্তভোগীদের পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ জানিয়েছে আইক্যান।
আইক্যানের তদন্তের তথ্য অনুসারে, হ্যাকাররা সংস্থাটির সেন্ট্রালাইজড জোন ডেটা সিস্টেমের (সিজেডডিএস) তথ্য হাতিয়ে নিয়েছে। ‘জেনেরিক টপ-লেভেল ডোমেইন’ হিসেবে পরিচিত বহুল পরিচিত ডটকম, ডটইনফো, ডটনেট, ডটঅর্গ ডোমেইনগুলো কে পরিচালনা ও দেখভাল করেন তার তালিকা এটি।

Saturday, December 20, 2014

ভুয়া অ্যাকাউন্ট মুছে দিচ্ছে ইনস্টাগ্রাম


 

ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট মুছে দিচ্ছে অনলাইন ফটো-ভিডিও শেয়ারিং সেবা ইনস্টাগ্রাম। সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট মুছে দেওয়ায় বিশাল সংখ্যক ফলোয়ার হারাচ্ছেন সেলিব্রেটিরা। এতে কোন কোন সেলিব্রেটি ইনস্টাগ্রামে ‘সত্যিকার অর্থেই জনপ্রিয়’ সে বিষয়টি পরিস্কার হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে সিনেট। ইনস্টাগ্রাম ভুয়া অ্যাকাউন্ট মুছে দেওয়া শুরু করার পর ৩৫ লাখ ফলোয়ার হারিয়েছেন জাস্টিন বিবার। কিম কারদাশিয়ানের ফলোয়ারের সংখ্যা কমেছে ১৩ লাখ। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইনস্টাগ্রাম ফলোয়ারের ২ লাখ ১৩ হাজার কমে নেমে এসেছে ৩৫ লাখে। তবে সবচেয়ে বেশি ফলোয়ার হারিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের নিজস্ব অ্যাকাউন্টটি। ১ কোটি ৯০ লাখ ফলোয়ার হারিয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা এখন সাড়ে ৪ কোটি। পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটিদের তালিকাতেও। জাস্টিন বিবারকে হটিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছেন কিম কারদাশিয়ান। দ্বিতীয় স্থানে আছেন বিয়ন্সে নোলস। বিবার নেমে গেছেন তৃতীয় স্থানে।

লুমিয়া স্মার্টফোনে ফোরকে ভিডিও


 

লুমিয়া স্মার্টফোনের জন্য ‘ডেনিম’ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নতুন এই আপডেটের বদৌলতে লুমিয়া স্মার্টফোনে ফোরকে ভিডিও ধারণ করতে পারবেন একজন ব্যবহারকারী। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম জানিয়েছে, ‘ডেনিম’ আপডেটে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে লুমিয়া স্মার্টফোনের ক্যামেরা আর ভয়েস অ্যাসিসট্যান্ট কর্টানায়। তবে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ক্যামেরার ফিচারগুলোই। সফটওয়্যার আপডেটে বেড়েছে লুমিয়া স্মার্টফোনের ক্যামেরা চালু হওয়ার গতি। স্লিপ মোড থেকে ক্যামেরা চালু করে ছবি তোলা যাবে কমবেশি এক সেকেন্ডে। নতুন ফিচার হিসেবে আরও যোগ হয়েছে ‘রিচ ক্যাপচার মোড’ -- যা স্বয়ংক্রিয়ভাবে এইচডিআর, ডায়নামিক ফ্লাশ এবং ডায়নামিক এক্সপোজারের মতো ফিচারগুলো প্রয়োগ করবে ছবিতে। নতুন আপডেটে স্মার্টফোন স্লিপ মোডে থাকা অবস্থাতেও ব্যবহার করা যাবে ভয়েস অ্যাসিসট্যান্ট কর্টানা। প্রাথমিক অবস্থায় বিশ্ববাজারের নির্দিষ্ট কিছু এলাকায় লুমিয়া ৮৩০, লুমিয়া ৯৩০, লুমিয়া আইকন এবং লুমিয়া ১৫২০ এই চারটি স্মার্টফোনে ইনস্টল করা যাবে ‘ডেনিম’ আপডেট। ২০১৫ সালের জানুয়ারি মাসের মধ্যে লুমিয়ার সবগুলো মডেলের জন্য ডেনিম ইসু করার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট।

বিটকয়েনের অবৈধ লেনদেনে কারাদণ্ড




বিটকয়েনের মাধ্যমে কালোবাজারি লেনদেনের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিটকয়েন ফাউন্ডেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট চার্লি শ্রেমকে। মাদক দ্রব্য এবং অবৈধ লেনদেনের কালোবাজারি সাইট সিল্ক রোডে বিটকয়েনের মাধ্যমে ১০ লাখ ডলার লেনদেনে পরোক্ষ সহযোগিতার অভিযোগে শ্রেমকে এই শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিল্ক রোডের সঙ্গে লেনদেনে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় শ্রেমের বিরুদ্ধে। ২০১৩ সালের অক্টোবর মাসে সিল্ক রোড বন্ধ করে দেয় মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মামলার রায়ে মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জেড রাকফ বলেন, “অনিচ্ছাকৃত ভুল করেছেন, এমন কোনো তরুণ নন শ্রেম। বরং উৎসাহের সঙ্গেই মাদক দ্রব্য কেনাবেচার লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছিলেন তিনি।” আত্মপক্ষ সমর্থনের সময় শ্রেমের আইনজীবীরা বলেন সিল্ক রোডের পক্ষ নিয়ে নয়, বিটকয়েনের প্রচার ও ব্যবহার বাড়াতেই ওই লেনদেনে অংশ নিয়েছিলেন শ্রেম।

বোয়িং-ব্ল্যাকবেরির ‘সেলফ-ডিসট্রাক্টিং’ ফোন


 

যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক উচ্চনিরাপত্তা ব্যবস্থার স্মার্টফোন তৈরিতে জোট বেঁধে কাজ করছে স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড এবং জেটলাইনার-ফাইটার প্লেন নির্মাতা বোয়িং কর্পোরেশন। নির্দিষ্ট ব্যবহারী ছাড়া অন্য কেউ জোরপূর্বক এটি খোলার বা ডেটা চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হবে বোয়িং-ব্ল্যাকবেরি জোটের তৈরি স্মার্টফোনটি। শুক্রবার বোয়িংয়ের সঙ্গে জোট বেঁধে ‘বোয়িং ব্ল্যাক’ স্মার্টফোন প্রকল্পের খবর নিশ্চিত করেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বোয়িং-ব্ল্যাকবেরি জোটের তৈরি ‘বোয়িং ব্ল্যাক’ স্মার্টফোনের কল এনক্রিপশনের সুবিধা থাকবে। মূলত সরকারি কর্মকর্তা এবং স্পর্শকাতর ডেটা নিরাপদ রাখতে চান এমন ক্রেতাদের জন্যই তৈরি হচ্ছে এই স্মার্টফোনটি। বোয়িং ব্ল্যাক স্মার্টফোনটি ‘ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস’ (বিইএস ১২) প্লাটফর্ম ব্যবহার করবে বলে নিশ্চিত করেছেন চেন। বিইএস ১২ প্ল্যাটফর্মের মাধ্যমে আভ্যন্তরীন নেটওয়ার্কে ব্ল্যাকবেরি ডিভাইসের পাশাপাশি আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসও নিরাপদ রাখতে পারবেন ক্রেতারা। দুই সিম ব্যবহার করা যাবে বোয়িং ব্ল্যাক স্মার্টফোনে। এছাড়াও বায়োমেট্রিক সেন্সর ও স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে এটি।