পৃষ্ঠাসমূহ

Sunday, December 21, 2014

হ্যাকিংয়ের কবলে আইক্যান


 

হ্যাকিংয়ের শিকার হয়েছে ইন্টারনেট তত্ত্বাবধায়নকারী সংস্থা ‘দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বার্স’ (আইক্যান)-এর আভ্যন্তরীন নেটওয়ার্ক। ইন্টারনেট অ্যাড্রেসিং ব্যবস্থা পরিচালনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে প্রতিষ্ঠানটি।
 এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে হ্যাকিংয়ের কবলে পড়লেও বিষয়টি বুঝতে প্রায় এক সপ্তাহ লেগেছে আইক্যানের। হ্যাকাররা আইক্যানের আভ্যন্তরীন নেটওয়ার্ক হ্যাক করে ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ডোমেইনের পরিচালকদের বিভিন্ন তথ্য চুরি করে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। হ্যাকিংয়ের ঘটনায় ভুক্তভোগীদের পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ জানিয়েছে আইক্যান।
আইক্যানের তদন্তের তথ্য অনুসারে, হ্যাকাররা সংস্থাটির সেন্ট্রালাইজড জোন ডেটা সিস্টেমের (সিজেডডিএস) তথ্য হাতিয়ে নিয়েছে। ‘জেনেরিক টপ-লেভেল ডোমেইন’ হিসেবে পরিচিত বহুল পরিচিত ডটকম, ডটইনফো, ডটনেট, ডটঅর্গ ডোমেইনগুলো কে পরিচালনা ও দেখভাল করেন তার তালিকা এটি।

No comments:

Post a Comment