
ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট মুছে দিচ্ছে অনলাইন ফটো-ভিডিও শেয়ারিং সেবা ইনস্টাগ্রাম। সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট মুছে দেওয়ায় বিশাল সংখ্যক ফলোয়ার হারাচ্ছেন সেলিব্রেটিরা। এতে কোন কোন সেলিব্রেটি ইনস্টাগ্রামে ‘সত্যিকার অর্থেই জনপ্রিয়’ সে বিষয়টি পরিস্কার হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে সিনেট। ইনস্টাগ্রাম ভুয়া অ্যাকাউন্ট মুছে দেওয়া শুরু করার পর ৩৫ লাখ ফলোয়ার হারিয়েছেন জাস্টিন বিবার। কিম কারদাশিয়ানের ফলোয়ারের সংখ্যা কমেছে ১৩ লাখ। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইনস্টাগ্রাম ফলোয়ারের ২ লাখ ১৩ হাজার কমে নেমে এসেছে ৩৫ লাখে। তবে সবচেয়ে বেশি ফলোয়ার হারিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের নিজস্ব অ্যাকাউন্টটি। ১ কোটি ৯০ লাখ ফলোয়ার হারিয়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা এখন সাড়ে ৪ কোটি। পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটিদের তালিকাতেও। জাস্টিন বিবারকে হটিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছেন কিম কারদাশিয়ান। দ্বিতীয় স্থানে আছেন বিয়ন্সে নোলস। বিবার নেমে গেছেন তৃতীয় স্থানে।
No comments:
Post a Comment