
স্মার্টফোন বা ট্যাবলেটের মতো কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই গাড়িতে অ্যান্ডয়েড সফটওয়্যার সরাসরি ব্যবহারের প্রকল্প নিয়ে কাজ করছে ওয়েব জায়ান্ট গুগল। ‘অ্যান্ড্রয়েড অটো’ নামের এই ‘কানেক্টেড কার প্লাটফর্ম’-এ কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ছাড়াই গাড়ি থেকে সরাসরি অ্যকসেস করা যাবে ইন্টারনেট। রয়টার্স জানিয়েছে শুধু ইন্টারনেট নয়, অ্যান্ড্রয়েড অ্যাপ, মিউজিক এবং ভয়েস কমান্ডের মাধ্যমে হ্যান্ডস ফ্রি কলের সেবা পাবেন চালক। গাড়ির জন্য তৈরি সফটওয়্যার গুলো চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ‘অ্যান্ড্রয়েড এম’-এ। ২০১৫ সালে নাগাদ গাড়িতে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। হিউন্দাই, জেনারেল মটর্স, নিসানের মতো বিভিন্ন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে গুগলের সখ্য থাকায় নতুন অ্যান্ড্রয়েড অটো সিস্টেম ব্যবহারে রাজি প্রতিষ্ঠানের অভাব হবে না বলে জানিয়েছে রয়টার্স। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি গুগল মুখপাত্র। ‘গুগল কোনো গুজবে প্রতিক্রিয়া’ জানায় না বলে মন্তব্য করেন তিনি।
No comments:
Post a Comment