পৃষ্ঠাসমূহ

Saturday, December 20, 2014

বোয়িং-ব্ল্যাকবেরির ‘সেলফ-ডিসট্রাক্টিং’ ফোন


 

যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক উচ্চনিরাপত্তা ব্যবস্থার স্মার্টফোন তৈরিতে জোট বেঁধে কাজ করছে স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড এবং জেটলাইনার-ফাইটার প্লেন নির্মাতা বোয়িং কর্পোরেশন। নির্দিষ্ট ব্যবহারী ছাড়া অন্য কেউ জোরপূর্বক এটি খোলার বা ডেটা চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হবে বোয়িং-ব্ল্যাকবেরি জোটের তৈরি স্মার্টফোনটি। শুক্রবার বোয়িংয়ের সঙ্গে জোট বেঁধে ‘বোয়িং ব্ল্যাক’ স্মার্টফোন প্রকল্পের খবর নিশ্চিত করেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বোয়িং-ব্ল্যাকবেরি জোটের তৈরি ‘বোয়িং ব্ল্যাক’ স্মার্টফোনের কল এনক্রিপশনের সুবিধা থাকবে। মূলত সরকারি কর্মকর্তা এবং স্পর্শকাতর ডেটা নিরাপদ রাখতে চান এমন ক্রেতাদের জন্যই তৈরি হচ্ছে এই স্মার্টফোনটি। বোয়িং ব্ল্যাক স্মার্টফোনটি ‘ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস’ (বিইএস ১২) প্লাটফর্ম ব্যবহার করবে বলে নিশ্চিত করেছেন চেন। বিইএস ১২ প্ল্যাটফর্মের মাধ্যমে আভ্যন্তরীন নেটওয়ার্কে ব্ল্যাকবেরি ডিভাইসের পাশাপাশি আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসও নিরাপদ রাখতে পারবেন ক্রেতারা। দুই সিম ব্যবহার করা যাবে বোয়িং ব্ল্যাক স্মার্টফোনে। এছাড়াও বায়োমেট্রিক সেন্সর ও স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে এটি।

No comments:

Post a Comment