সনি পিকচার্স হ্যাকিং রহস্য সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। ‘সনি-পোক্যালিপস’-এর মদদদাতা হিসেবে শুরু থেকেই মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের আঙ্গুল ছিল দেশটির দিকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে বলে দাবি করে আসছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে সনি পিকচার্সের উপর উত্তর কোরিয়াই সাইবার আক্রমণ চালিয়েছিল বলে শুক্রবার জানিয়েছে এফবিআই।
শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে এবং আমাদের উদ্দেশ্যে নিন্দা ছড়াচ্ছে, আমরা তখন এই ঘটনা যৌথ তদন্তের প্রস্তাব দিচ্ছি।”
যৌথ তদন্তের প্রস্তাব ‘প্রত্যাখান করলে ফলাফল ভাল হবে না’ বলে সতর্কও করে দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।
যৌথ তদন্তের প্রস্তাবের কথা সরাসরি উল্লেখ না করে উত্তর কোরিয়ার দোষ স্বীকার করে সনিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন মার্কিন মুখপাত্র মার্ক স্ট্রোহ।
অন্যদিকে ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাটি মুক্তি বাতিল করেছে সনি পিকচার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে সিআইএর গুপ্তহত্যার চেষ্টা নিয়ে গড়ে উঠেছে কমেডি সিনেমাটির কাহিনী।
বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও হ্যাকাররা সিনেমা হলে সন্ত্রাসী আক্রমণের হুমকি দেওয়ায় সিনেমাটি আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সনি। ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি দেওয়ার জন্য বিকল্প মাধ্যম খোঁজা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
No comments:
Post a Comment